বি কমপ্লেক্সের উপকারিতা:
বি কমপ্লেক্স শরীরের খাবারকে শক্তিতে পরিণত করতে সাহায্য করে। ফলে দুর্বলতা, ক্লান্তি ও অলসতা কমে যায়।
Vitamin B2, B3, B7 (Biotin) ত্বককে উজ্জ্বল, দাগহীন ও সুস্থ রাখতে সাহায্য করে।
শুষ্ক ত্বক, র্যাশ, ব্রণ কমাতেও ভূমিকা রাখে।
Biotin (B7) চুল পড়া কমায়, চুল ঘন করে এবং নখ ভাঙা বন্ধ করে।
চুলের গোঁড়া শক্ত হয় ও নতুন চুল গজাতে সাহায্য করে।
Vitamin B1, B6 ও B12 স্নায়ু দুর্বলতা, হাত-পা ঝিনঝিনি, মাথা ঘোরা, নার্ভ পেইন কমাতে সহায়ক।
বি ভিটামিন ব্রেইনের কেমিক্যাল ব্যালান্স ঠিক রাখে।
ডিপ্রেশন, স্ট্রেস, দুশ্চিন্তা কমাতে সাহায্য করে।
Vitamin B6 ও B12 রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।
লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে।
Vitamin B3, B6 হজম এনজাইমকে সক্রিয় করে।
গ্যাস্ট্রিক, বদহজম কমাতে সাহায্য করে।
Homocysteine কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
Vitamin B9 (Folic Acid) বাচ্চার ব্রেইন ও স্পাইন ঠিকভাবে গঠনে সাহায্য করে।




Lisa –
Good quality ❤️